Sylhet Today 24 PRINT

শনিবার থেকে বাড়ছে স্বর্ণের দাম

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৭

২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৪৬ হাজার ৭৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এ মূল্যতালিকা শনিবার (১৪ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

গত বছরের ৭ ডিসেম্বর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। বর্তমানে ভরিপ্রতি ২২ ক্যারেটের স্বর্ণের বিক্রিমূল্য ৪৪ হাজার ৭৯০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ২৮৩ টাকা।

২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ৩৪২ টাকা বেড়ে ৪৪ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ মানের স্বর্ণের দাম বর্তমানে ৪২ হাজার ৬৯০ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ৪৫৮ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৯১ টাকা। এ মানের প্রতি ভরি বর্তমানে বিক্রি হচ্ছে ৩৭ হাজার ৩৩ টাকায়।

সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৪ হাজার ২৮ টাকার বদলে আজ থেকে বিক্রি হবে ২৫ হাজার ৭৮ টাকায়। অর্থাৎ ভরিতে এক হাজার ৫০ টাকা বেড়েছে।

এদিকে, সোনার পাশাপাশি শনিবার থেকে বাড়বে রুপার দামও। রুপার দাম ৫৮ টাকা বাড়িয়ে এক হাজার ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এর মূল্য এক হাজার ৫০ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.