Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ নেতাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ শেখ হাসিনার

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৭

আওয়ামী লীগের আগামী নির্বাচনী ইশতেহার তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য দলের নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সভা কক্ষে দলটির সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় সূচনা বক্তব্যে শেখ হাসিনা এ নির্দেশ দেন।

দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি সততার সঙ্গে তাদের পাশে থেকে কাজ করুন।

নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে জনমুখী কর্মসূচির মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো নির্দেশনাও দেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের উন্নতি হয়, বিএনপি এলে মানুষের দুর্ভোগ বাড়ে। বিএনপি ও জামায়াতের সাথে আওয়ামী লীগের এখানেই পার্থক্য।

তিনি বলেন, আগের নির্বাচনে যে ইশতেহার ছিল তার চেয়ে বেশী বাস্তবায়ন হয়েছে গত তিন বছরে।

শেখ হাসিনা আরও বলেন, 'সবচেয়ে বড় বিষয় হলো সততার শক্তি। সেটা যদি না থাকতো আমি পারতাম না। আমার সততার শক্তি ছিল। তারা চেষ্টা করেছিল আমার পরিবার থেকে শুরু করে সকলের ওপর একটা দোষারোপ করতে। কিন্তু আমরা তো এখানে দুর্নীতি করে আখের গোছাতে আসিনি। আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.