Sylhet Today 24 PRINT

আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৭

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরের তাবলীগ জামায়াত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রোববার বেলা সোয়া ১১টায়।

বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানিয়েছেন, ভারতের মাওলানা সাদ কান্ধলভী বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে। মাওলানা সাদ গত দুই বছর ধরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করে আসছেন। এর আগে মোনাজাতের পূর্বে তিনি শুধু হেদায়তি বয়ান করতেন।

মাওলানা সাদ তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস (রহ.)-এর নাতি। বর্তমানে তিনি তাবলিগ জামাতের বিশ্ব মারকাজ দিল্লির নিজামুদ্দিনে মুরব্বি হিসেবে পালন করছেন।

গত শুক্রবার বাদ ফজর শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। এতে অংশ নিয়েছেন দেশের ১৭টি জেলার লাখ লাখ মুসল্লিসহ অর্ধশতাধিক দেশের কয়েক হাজার মুসল্লি। এ বছর দুই ধাপে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন দেশের ৩৩টি জেলার মুসল্লিরা।

প্রথম ধাপে অংশ নিয়েছে- ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাজীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, গোপালগঞ্জ, শরীয়তপুর, সাতক্ষীরা ও যশোর জেলার মুসল্লিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.