Sylhet Today 24 PRINT

শপথ নিলেন সিলেট জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৭

শপথ নিয়েছেন সদ্য সমাপ্ত সিলেট জেলা পরিষদের প্রথম নির্বাচনে নির্বাচিত সদস্যরা।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাঁদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

সকালে সিলেট ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর নির্বাচিত ৫৫৮ জন সদস্যও শপথ পাঠ করেন। পরে একই স্থানে বেলা সাড়ে ১১টায় শপথ নেন রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের ৬১১ জন সদস্য।

এসময় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, "আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা দেশের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।"

এর আগে গত ১১ জানুয়ারি সারাদেশে নির্বাচিত ৫৯ জন চেয়ারম্যানকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের মোট ৬৩ হাজার ১৪৩ জন ভোটার ভোট দিয়ে তাঁদের প্রতিনিধি নির্বাচন করেন। নির্বাচনের মাধ্যমে প্রতিটি জেলায় একজন করে চেয়ারম্যান আর ১৫টি ওয়ার্ডে একজন করে সাধারণ সদস্য এবং প্রতি তিনটি ওয়ার্ডকে একটি সংরক্ষিত ওয়ার্ড ধরে সংরক্ষিত নারী সদস্য নির্বাচন করা হয়।

তিন পার্বত্য জেলায় এই নির্বাচন হয়নি। আর দুটি জেলায় নির্বাচন স্থগিত হয় উচ্চ আদালতের নির্দেশে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.