Sylhet Today 24 PRINT

তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে ‘বৈজ্ঞানিক ষড়যন্ত্র’ করছেন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৭

নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে একটি সাংবাদিক সংগঠনের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেছেন, তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে ছলচাতুরী করছেন। তিনি 'বৈজ্ঞানিক ষড়যন্ত্র করছেন' বলেও অভিযোগ করা হয়।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এই সমাবেশ করে। সমাবেশের পর মিছিলও করেন সাংবাদিকরা।

বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান নিয়ে গড়ে ওঠা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একাংশের সভাপতি হাসানুল হক ইনু সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে সাংবাদিক ইউনিয়নগুলো। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ৩১ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি দিলেও তা না হওয়ায় তার সঙ্গে বৈঠক বর্জন করে কর্মসূচি দিয়ে যাচ্ছে সংগঠনগুলো।

সমাবেশে বিএফইউজের একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল জানান বলেন, “আর আমরা তথ্য মন্ত্রণালয়ের জন্য বসে নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলেই আমরা তার সাথে দেখা করে আমাদের কথা বলব। আমাদের আশা, নবম ওয়েজবোর্ড গঠনের জন্য প্রধানমন্ত্রী আসলেই নির্দেশনা দেবেন।”

সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াব নতুন ওয়েজ বোর্ড গঠনের বিরোধিতা করছে।

বিএফইউজের সভাপতি বুলবুল বলেন, “নোয়াব বৈঠক করেও কোনো বিবৃতি দিতে পারেনি, মন্ত্রীর সাথে কথা বলে কয়েকটি পত্রিকায় বিবৃতি ছাপিয়েছে। এই বিবৃতির জবাব দেওয়ার প্রয়োজন আমরা মনে করি না। তাদের বিবৃতিতে মিথ্যায় ভরা।

“আমরা অন্তত এটুকু আশা করি, অনেক পত্রিকার সম্পাদকরা নোয়াবের সাথে জড়িত, তাদের কাছে সত্যটা আমরা আশা করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা বিবৃতিতে মিথ্যা তথ্য দিয়েছে। নোয়াবের এই বিবৃতি ভুয়া বিবৃতি।”

তথ্যমন্ত্রীর দায়িত্বে থাকা জাসদ সভাপতি ইনু ‘বৈজ্ঞানিক ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেন বিএফইউজের মহাসচিব ও আওয়ামী লীগ সমর্থক সাংবাদিকদের নেতা ওমর ফারুক।

তিনি বলেন, “জাসদের নেতা ইনুর কাছ থেকে আমরা আর ওয়েজ বোর্ড থেকে চাই না। এই বৈজ্ঞানিক ষড়যন্ত্রকারীর কাছ থেকে আমরা ওয়েজ বোর্ড চাই না। সাংবাদিক সমাজের সাথে ছলচাতুরী করেছেন তথ্যমন্ত্রী।”

সমাবেশ শেষে সভাপতি বুলবুল দাবি আদায়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সারা দেশে সভা- সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠন না করলে কঠোর কর্মসূচির হুমকি দেন তিনি।

সমাবেশে বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বিএফইউজের কোষাধ্যক্ষ মধুসুদন মণ্ডল, যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.