Sylhet Today 24 PRINT

অভিজিৎ রায়ের সব হত্যাকারী চিহ্নিত, গ্রেপ্তারে অভিযান চলছে : ডিএমপি কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৭

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের সব হত্যাকারীকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার।

একইসঙ্গে তিনি জানান, এবারের বইমেলায় কোনো প্রকাশক চাইলে তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে।

এর আগে ২০১৬ সালের ২১ আগস্ট অভিজিৎ রায়ের সন্দেহভাজন খুনিদের ভিডিও প্রকাশ করে তাদেরকে গ্রেপ্তারে নগরবাসীর সহায়তা চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলার সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এ সময় তিনিও গুরুতর আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.