Sylhet Today 24 PRINT

সাংসদদের সরকারি ইমেইল ব্যবহারে অনুরোধের আশ্বাস ডেপুটি স্পিকারের

নিজস্ব প্রতিবেদক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৭

জাতীয় সংসদ সদস্যদের সরকারি অফিসিয়াল ইমেইল আইডি ব্যবহারের অনুরোধ করবেন বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া।

ডেপুটি স্পিকার আমার এমপি ডটকম-এ উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যকার সংযোগ স্থাপনকারী ডিজিটাল মাধ্যম হিসেবে বেসরকারি এ ওয়েবসাইটটি ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। ডেপুটি স্পিকার দাপ্তরিকভাবে আমার এমপিতে করা প্রশ্নের উত্তর দিলেন।

আমার এমপি ডটকমের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ও সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত তাঁর প্রশ্নে লিখেন, parliament.gov.bd এই ডোমেইনের অধীনে আমাদের সকল মাননীয় সংসদ সদস্যদের একটি করে অফিসিয়াল ইমেইল একাউন্ট রয়েছে; আমরা একটি বিষয় নিশ্চিত হতে পারছি না যে, আদৌ এই ইমেইল একাউন্টগুলো নিয়মিত ব্যবহৃত হচ্ছে কিনা! কারণ আমরা এখন পর্যন্ত এই ই-মেইলগুলোতে প্রেরিত কোন মেইলের জবাব পাইনি।

বিষয়টি নজরে এনে এই ই-মেইলগুলো যেন নিয়মিত মাননীয় সংসদ সদস্যগণ ব্যবহার করেন সে বিষয়ে অনুরোধ জানান সুশান্ত।

জবাবে ডেপুটি স্পিকার parliament.gov.bd ডোমেইনের ইমেইল ব্যবহার করা সংসদ সদস্যদের জন্যে আবশ্যক উল্লেখ করে জানান, আমি অবশ্যই জাতীয় সংসদ সদস্যদের বিষয়টি নজরে এনে অফিসিয়াল ইমেইল একাউন্টগুলো নিয়মিত ব্যবহারের জন্যে অনুরোধ জানাব।

ডেপুটি স্পিকার নিজে সরকারি ডোমেইনের ডেপুটি স্পিকারের জন্যে বরাদ্দ ইমেইল ব্যবহার করেন বলে চিঠিতে উল্লেখ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.