Sylhet Today 24 PRINT

নরসিংদীর ‘জঙ্গি আস্তানা’য় পাঁচ যুবকের আত্মসমর্পণ

সিলেটটুডে ডেস্ক  |  ২১ মে, ২০১৭

নরসিংদীর গাবতলী উত্তরপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে আত্মসমর্পণ করেছেন পাঁচ যুবক।

রোববার (২১ মে) সকাল সোয়া ১০টার দিকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে পাঁচ যুবককে ওই বাড়ি থেকে বের করে আনেন র‌্যাব সদস্যরা।

জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার বিকাল থেকে গাবতলী উত্তরপাড়া এলাকার বাড়িটি ঘিরে রাখে র‌্যাব-১১-এর একটি দল।

জানা যায়, ঘেরাও করে রাখা ওই বাড়ির মালিকের নাম মঈন উদ্দিন ওরফে মঈন আহমেদ। তিনি দুবাই প্রবাসী। বাড়িটিতে তার পরিবারের কেউ থাকেন না। র‌্যাব সেখান থেকে মঈনের ছোট ভাই জাকারিয়াকে আটক করে।

মঈন উদ্দিনের বাড়ির কাছেই নরসিংদী জামেয়া কাসেমিয়া মাদ্রাসা। সালাউদ্দিন নামের এক ব্যক্তি ওই মাদ্রাসার কামিল শ্রেণির ছাত্র পরিচয় দিয়ে চলতি মাসের ৩ তারিখ মঈন উদ্দিনের বাড়িটি ভাড়া নেন। এরপর ওই বাড়িতে সালাউদ্দিন চার থেকে পাঁচজনকে নিয়ে বসবাস করে আসছেন। র‌্যাবের ধারণা, তারা জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য এবং ওই বাড়িতে অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছিলেন।

অভিযান শেষে র‌্যাবের মিডিয়া উইং মুফতি মাহমুদ বলেন, যুবকদের আত্মসমর্পণ করানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেয়া হচ্ছে।

তিনি বলেন, সিলেটের আতিয়া মহলের জঙ্গিদের সঙ্গে এখানকার আটক যুবকদের সম্পৃক্ততা থাকতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.