Sylhet Today 24 PRINT

আমার জীবনে কখনো প্রশ্ন ফাঁসের কথা শুনিনি : এরশাদ

রাবি প্রতিনিধি |  ২৩ মে, ২০১৭

‘দেশে শিক্ষার মান কমে গেছে। আমার জীবনে কখনো প্রশ্ন ফাঁসের কথা শুনিনি। কিন্তু এখন সকল পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। একজন শিক্ষার্থী পরীক্ষায় এ প্লাস পেলেও ইংরেজি বলতে পারে না, সে পরীক্ষায় এ প্লাস পেয়েছে! তাহলে কোথায় শিক্ষার মান? এখন একটাই চাওয়া ক্ষমতায় এসে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করা।’

সোমবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন অকট্রয় মোড় এলাকায় অবস্থিত হেরিটেজ আর্কাইভস বন্ধুসভা কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন বলেন।

এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা পিতা-মাতার পরে শিক্ষককে শ্রদ্ধা করবে। কেননা পিতা-মাতা জন্ম দেয় আর শিক্ষকরা পরিচিতি দেয়। আগামীতে তোমরাই দেশ গড়ার লক্ষ্যে কাজ করবে। মানুষের জন্য কাজ করবে।’

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী ও মালদ্বীপের মডেল রাউধা আতিফের আত্মহত্যা প্রসঙ্গে তিনি এসময় বলেন, ‘বিদেশ থেকে কেউ আত্মহত্যার জন্য পড়তে আসে না।’

অনুষ্ঠানে হেরিটেজ আর্কাইভস বন্ধুসভার সদস্য হৈমন্তী শুকলা কাবেরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন হেরিটেজ আর্কাইভস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, এস এম ফয়সাল চিশতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মো. সাইয়েদুজ্জামান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্রসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হেরিটেজ আর্কাইভস বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক রাছিবুল নাহিদ। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন হেরিটেজ বন্ধুসভার সভাপতি সোহরাব হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.