Sylhet Today 24 PRINT

শুল্ক ফাঁকি ও মদ রাখার কারণ জানাতে গোয়েন্দা কার্যালয়ে হোটেল রেইনট্রির এমডি

সিলেটটুডে ডেস্ক  |  ২৩ মে, ২০১৭

শুল্ক ফাঁকি ও মদ রাখার কারণ ব্যাখ্যা করতে হোটেল রেইনট্রি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ মোহাম্মদ আদনান হারুন রাজধানীর কাকরাইলে শুল্ক গো‌য়েন্দা ও তদন্ত অধিদফতরের প্রধান কার্যালয়ে হা‌জির হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টার দিকে তিনি সেখানে উপস্থিত হন।

বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনার পর সম্প্রতি সেখানে তল্লাশি চালান শুল্ক গোয়েন্দারা। হোটেল থেকে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অবৈধভাবে হোটেলে মদ রাখায় এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৫ মে শুল্ক গোয়েন্দা অধিদফতর রেইনট্রি হোটেলের এমডি আদনান হারুনকে হাজির হওয়ার নোটিশ দেন।

কিন্তু ১৭ মে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজির হননি। ওই দিন আইনজীবীর মাধ্যমে আদনান এক মাস সময়ের আবেদন করেন। পরে শুল্ক গোয়েন্দা বিভাগ তাকে সাতদিন সময় দেয়।

শুল্ক গোয়েন্দা অধিদফতর থেকে সময় পাওয়ার পর হোটেল রেইনট্রি কর্তৃপক্ষ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের স্মরণাপন্ন হয়। প্রথমে আদালত শুল্ক অধিদফতরের নোটিশের কার্যক্রম স্থগিত করে দেন। পরে আপিল বিভাগ শুল্ক গোয়েন্দার পক্ষে রায় দেন। ফলে বাধ্য হয়ে আজ হোটেল রেইনট্রি কর্তৃপক্ষকে হাজির হতে হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.