Sylhet Today 24 PRINT

পবিত্র উমরাহ্‌ পালন করলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক  |  ২৩ মে, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পবিত্র উমরাহ্ পালন করেছেন। তিনি বর্তমানে চারদিনের সরকারি সফরে সৌদি আরবে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং প্রধানমন্ত্রীর অন্যান্য সফরসঙ্গীও উমরাহ্ পালন করেছেন।

শেখ হাসিনা প্রথমে পবিত্র কাবা শরীফের চার পাশে তোয়াফ করেন এবং পরে সাফা ও মারওয়ায় হাঁটেন ও দৌড়ান। তিনি দেশবাসী ও সমগ্র মুসলিম বিশ্বের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

প্রধানমন্ত্রী পবিত্র মক্কা নগরীতে মসজিদে নববী’তে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত শেষে জেদ্দায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের রাজধানী রিয়াদে রবিবার অনুষ্ঠিত প্রথম আরব ইসলামিক আমেরিকান শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সাউদের আমন্ত্রণে ২১ মে সৌদি আরবে যান। আজ মঙ্গলবার বিকেলে দেশের উদ্দেশে তাঁর মক্কা ত্যাগ করার কথা।

সূত্র: বাসস 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.