Sylhet Today 24 PRINT

হাতকড়া পরিয়ে শিক্ষার্থীকে চিকিৎসা, আশুলিয়া থানার ওসিকে তলব

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০১৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অসুস্থ নাজমুল হোসাইনকে হাতকড়া পরা অবস্থায় এনাম মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়ার ঘটনায়  আশুলিয়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) তলব করেছেন হাইকোর্ট।

বুধবার (৩১ মে) তাকে সশরীরে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে অসুস্থ নাজমুলকে হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা দেওয়া কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার স্ব:প্রণোদিত হয়ে এই আদেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.