Sylhet Today 24 PRINT

কক্সবাজার উপকূলে ঘূর্ণিঝড় \'মোরা\'র আঘাত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০১৭

ঘূর্ণিঝড় মোরা কক্সবাজার উপকূলে আঘাত হেনেছে।

মঙ্গলবার (৩০ মে) সকাল ৬ টার দিকে মাঝারি গতির এই ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানে। এ সময় কক্সবাজার শহরে বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় ৯০/১০০ কিলোমিটার।

এর আগে মধ্যরাত ১২টা থেকেই দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন্সে মোরা'র প্রভাবে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে থাকে। তবে এ সময় উপকূলের কোথাও জলোচ্ছাসের খবর পাওয়া যায়নি। 

কক্সবাজারের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সেন্টমার্টিন দ্বীপে ঝড়ের গতিবেগ ছিল সবচেয়ে বেশি।

ঘূর্ণিঝড় মোরা কক্সবাজার উপকূল অতিক্রম করে যাচ্ছে বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.