Sylhet Today 24 PRINT

ইমরান এইচ সরকারের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০১৭

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে।  সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে আয়োজিত মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে 'আপত্তিকর' স্লোগান দেওয়ার অভিযোগে এ মামলা করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার (৩১ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তিনি এ মামলা করেন। মামলার অপর আসামি হলেন স্লোগানে নেতৃত্ব দেয়া গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন উল্লাস।

আদালত মামলাটি আমলে নিয়ে ইমরান এইচ সরকারের প্রতি সমন জারি করেছেন। তাকে ১৬ জুন হাজির হওয়ার আদেশ দিয়েছেন সিএমএম কোর্টের হাকিম এসএম মাসুদুজ্জামান।

মামলার অভিযোগে বলা হয়, ভাস্কর্য সরানোর প্রতিবাদে শাহবাগে গণজাগরণের মিছিলে ‘ছি ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’ স্লোগান ওঠে। বাদী মনে করেন এতে মানহানি হয়েছে।

গত সোমবার শাহবাগে ছাত্রলীগের এক মিছিল শেষে আয়োজিত সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী বলেন, "এই ইমরান এইচ সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেখানে ইমরান এইচ সরকার ও সনাতনকে দেখা যাবে, সেখানেই কুত্তার মতো পেটানো হবে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.