Sylhet Today 24 PRINT

বিদেশ থেকে পাঠানো টাকায় ব্যাংক ফি নেবে না সরকার

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০১৭

বিদেশে কর্মরত বাংলাদেশিদের আয়ের অর্থ দেশে পাঠাতে বর্তমানে ব্যাংক ফি কেটে নেওয়া হয়। আগামীতে সেই ব্যাংক ফিতে সরকার ভর্তুকি দেবে।

শুক্রবার (২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, রেমিট্যান্স আগের তুলনায় কমেছে এটা সত্য, তবে বড় ধরণের কম এখানে দেখছি না। সরকারি ব্যতীত অন্য মাধ্যমে যে রেমিট্যান্স আসে, সেটা কিন্তু কিছুটা বেড়েছে।

তিনি বলেন, সরকারিভাবে রেমিট্যান্স বৃদ্ধির জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য, রেমিট্যান্সের ব্যাংক ফিতে ভর্তুকি দেবে সরকার। বিদেশে কর্মরত বাংলাদেশিদের আয়ের অর্থ দেশে পাঠাতে বর্তমানে ব্যাংক ফি কাটা হয়। ওই খরচে ভর্তুকি দেওয়া হবে।

তিনি আরো বলেন, ওই ব্যাংক ফিতে ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে হিসাব রাখার জন্য একটি চার্জ কাটা হবে। এর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা দরকার। আশা করছি আগামী জুলাই থেকে এটা কর্যকর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.