Sylhet Today 24 PRINT

রিভিউ খারিজ, তবু বাড়ি ছাড়বেন না মওদুদ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের বাড়িটির মালিকানা-সংক্রান্ত মামলার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে বাড়িটি ছাড়তে হবে মওদুদ আহমেদকে।

রোববার (৪ জুন) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ রিভিউ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

তবে ওই বাড়িটি ছাড়বেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, "আদালত বলেননি বাড়িটি সরকারের। আর সরকারের পক্ষ থেকেও কোনো শর্ত দেওয়া হয়নি, ফলে বাড়িটি ছাড়ার প্রশ্ন ওঠে না। বাড়িটির মালিক অস্ট্রীয় নাগরিক ইনজে মারিয়া প্লাজের সঙ্গে বিষয়টি নিয়ে বোঝাপড়া হবে। সরকারের সঙ্গে নয়।"

রোববার সকালে রায়ের পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

আদালতে মওদুদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, কামরুল হক সিদ্দিকী, ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। তাঁদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ।

দুদকের করা মামলার অভিযোগে বলা হয়, বাড়িটির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির (রাজউক) কাছ থেকে এক বিঘা ১৩ কাঠার এ বাড়ির মালিকানা পান এহসান। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তাঁর স্ত্রী অস্ট্রিয় নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামও অন্তর্ভুক্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.