Sylhet Today 24 PRINT

চালের দাম কেজিতে ৬ টাকা কমবে

সিলেটটুডে ডেস্ক  |  ২০ জুন, ২০১৭

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে চালের সরবরাহ বাড়াতে চাল আমদানির ওপর ১৮ শতাংশ কর তুলে নেয়া হয়েছে। আগে চাল আমদানিতে ২৮ শতাংশ কর দিতে হতো। এখন থেকে ১০ শতাংশ দিতে হবে। ফলে প্রতি কেজিতে চালের দাম ৬ টাকা কমবে।

মঙ্গলবার (২০ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতা আইন-২০১২ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজকালের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। এই সিদ্ধান্তের ফলে বাজার দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি। ইতোমধ্যে সরকারি পর্যায়েও চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, দেশে চালের কোনো সংকট নেই। কিন্তু মিল মালিকরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়েছে। রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। কিন্তু কয়েকজন বড় ব্যবসায়ী সহযোগিতা করেননি। বর্তমানে বাজার নিয়ন্ত্রণে আছে।

উল্লেখ্য, চাল আমদানির ক্ষেত্রে ২৮ শতাংশের মধ্যে ১০ শতাংশ ছিল আমদানি শুল্ক, ১৫ শতাংশ ছিল দেশীয় শিল্প রক্ষায় রেগুলেটরি শুল্ক এবং ৩ শতাংশ ছিল সম্পূরক শুল্ক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.