Sylhet Today 24 PRINT

তদন্তে এখনও ফরহাদ মজহারকে অপহরণের তথ্য পাওয়া যায়নি: আইজিপি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৭

পুলিশি তদন্তে এখনও ফরহাদ মজহারকে অপহরণের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

শনিবার (৮ জুলাই) দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মাদকবিরোধী এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

আইজিপি বলেন, ‘এখন পর্যন্ত তদন্তে ফরহাদ মজহার অপহরণ হয়েছিলেন এমন কোনও তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানা যাবে।’

প্রসঙ্গত, ৩ জুলাই ভোররাতে মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হওয়ার পর অপহৃত হন ফরহাদ মজহার। তার স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে র‌্যাব-৬ যশোর নওয়াপাড়া থেকে তাকে উদ্ধার করে। পরে পুলিশের সহকারী কমিশনার (এসি) হাফিজ আল ফারুকের নেতৃত্বে তাকে যশোর থেকে ঢাকায় আনা হয়। এরপর তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয় ও আদালত হয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.