Sylhet Today 24 PRINT

আশুলিয়ার জঙ্গি আস্তানায় ‘চার জঙ্গির আত্মসমর্পণ’

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৭

ঢাকার সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবালি এলাকার জঙ্গি আস্তানা থেকে সন্দেহভাজন চারজন জঙ্গি আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।


রোববার রাত একটা থেকে বাড়িটি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র‍্যাব।

সকাল থেকেই সেখানে মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায়। বেলা সাড়ে ১১টার দিকে একসঙ্গে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান দুপুর ১২টার দিকে জানান, সেখান থেকে দুই ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছেন।

সাড়ে ১২টার কিছুক্ষণ পরে তিনি জানান, আরও এক ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছেন। পরে আরও এক ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছেন বলেও মুফতি মাহমুদ খান জানান।

সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তারা ভেতর থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বাড়িটির ভেতর থেকে বিস্ফোরক ছোড়া হয়। বাড়ির আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

র‍্যাবের এই পরিচালক এ সময় বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ইব্রাহিমকে র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের অভিযানগুলোর অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, ওই বাড়িতে চার থেকে পাঁচজন জঙ্গি আছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.