Sylhet Today 24 PRINT

উন্নত চিকিৎসা নিতে ভারত যাচ্ছেন হেফাজতের আমির শফি

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০১৭

উন্নত চিকিৎসা নিতে প্রতিবেশী রাষ্ট্র ভারতে যাচ্ছেন ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফী।

বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ঢাকায় গেছেন শফি। শনিবার ঢাকা থেকেই ভারত যাওয়ার কথা তার। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাটহাজারী পৌরসভা হেফাজতের সভাপতি মীর ইদরিস এই খবর নিশ্চিত করেছেন।

মাওলানা ইদরিস জানান, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী হেফাজতের আমির শফীর চিকিৎসার বিষয়টি দেখাশোনা করবেন। শফীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তার ছোট ছেলে আনাস মাদানী ও ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম।

এর আগে গত ৬ মে ৯৫ বছর বয়সী হেফাজতের এই আমির অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ধূপখোলার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দুই মাস চিকিৎসা শেষে গত ১০ জুলাই তিনি হাটহাজারী ফিরে যান।

২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরে তান্ডব চালিয়ে বিতর্কিত হয় হেফাজতে ইসলাম। নানা সময়ে সংগঠনটিকে কট্টোর ধর্মভিত্তিক দাবি নিয়ে আন্দোলন করতে দেখা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.