Sylhet Today 24 PRINT

দুদকের হটলাইনে অভিযোগ করতে যা করতে হবে

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০১৭

দুর্নীতি দমন কমিশন হটলাইনে পরীক্ষামূলকভাবে হটলাইন চালু করেছে। এতে যেকোন নাগরিক তাদের অভিযোগ জানাতে পারেন। কমিশনের আওতাভুক্ত অপরাধে অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করবে দুদক।

অভিযোগ করতে যা যা থাকতে হবে

দুদকের উপ-পরিচালক উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান,
বর্তমান নিয়মে অভিযোগকারী কমিশনের তদন্তের আওতাভুক্ত কোনো অপরাধের বিবরণসহ কমিশনের চেয়ারম্যান বা পরিচালক, বিভাগীয় কার্যালয় বা উপ-পরিচালক ও সমন্বিত জেলা কার্যালয় বরারব অভিযোগ করতে পারেন।

এসময় অভিযোগের বিবরণ ও সময়কাল; অভিযোগের সমর্থনে তথ্য-উপাত্তের বিবরণ; যার বিরুদ্ধে অভিযোগ তার নাম, পদবী ও ঠিকানা এবং অভিযোগকারীর নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর উল্লেখ করতে হয়।

একইভাবে যারা টেলিফোনে দুর্নীতির বিষয়ে কমিশনে অভিযোগ করবেন, তাদেরও ওইসব তথ্য-উপাত্ত দিতে হবে এবং তার অভিযোগ দুদক আইনের তফসিলভুক্ত হতে হবে।

অভিযোগকারীর দেওয়া তথ্য রেকর্ড করে নিয়ম অনুযায়ী কমিশনের যাচাই-বাছাই কমিটিতে উপস্থাপন করা হয়।

যাচাই-বাছাই কমিটির অনুমোদন পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে একটি দুর্নীতির অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে ধরে নেওয়া যায়।

কমিশনের আওতাভুক্ত অপরাধসমূহ

  • কোনো সরকারি কর্মচারী বৈধ পারিশ্রমিক ছাড়া অন্য কোনো পন্থায় বকশিশ নিলে
  •  সরকারি কর্মচারী বা ব্যাংকার, ব্যবসায়ী বা অন্য কোনো ব্যক্তি ‘অপরাধমূলক বিশ্বাসভঙ্গ’ করলে
  • কারও ক্ষতি করতে সরকারি কর্মচারী অশুদ্ধ বা মিথ্যা দলিল প্রস্তুত করলে
  • সরকারি কর্মচারী, বেসরকারি ব্যক্তি, ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারী সরকারি অর্থ, সম্পত্তি আত্মসাত করলে বা কোনো ক্ষতি করলে
  •  প্রতারণা বা জালিয়াতিতে সরকারের কোনো কর্মচারী বা অন্য কোনো ব্যক্তি সহায়তা দিলে
  •  অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আয়ের অবৈধ উৎস গোপন করলে বা আড়ালে সেই অর্থ বিদেশে পাচার করলে বা বিদেশ থেকে বাংলাদেশে আনা হলে
  •  দুর্নীতি বা ঘুষের মাধ্যমে অথবা অবৈধভাবে অর্জিত কোনো ব্যক্তির অঘোষিত আয় বা সম্পদ বিবরণীর সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি তার দখলে থাকলে তা দুদকের তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.