Sylhet Today 24 PRINT

চিকিৎসার জন্য ভারত গেলেন আহমদ শফী

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০১৭

উন্নত চিকিৎসার জন্য ভারত গেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।

৯৫ বছর বয়সী শফী শনিবার শনিবার দিল্লি রওনা হন। এরআগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

শনিবার সকাল ১০টায় ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তিনি রওনা হন বলে জানিয়েছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

তিনি বলেন, “বাংলাদেশের চিকিৎসকদের পরামর্শে বড় হুজুরকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। সেখানে অ্যাপোলো হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন।”

শফীর দুই ছেলে মাওলানা মোহাম্মদ আনাস মাদাদী ও মাওলানা মোহাম্মদ ইউসুফ তার সঙ্গে গেছেন।

শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ১৮ মে থেকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাটহাজারীর কওমি মাদ্রাসা দারুল উলুম মইনুল ইসলাম-এর মহাপরিচালক শফী।

প্রায় ১৫ দিন সেখানে চিকিৎসার পর পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত ৬ জুন এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে আনা হয়েছিল ঢাকার আজগর আলী হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে গত ১০ জুলাই চট্টগ্রাম ফিরেছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.