Sylhet Today 24 PRINT

সারাদেশে উচ্চ মাধ্যমিকে পাশের হার কমেছে ৫.৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুলাই, ২০১৭

মাধ্যমিকের ধারাবাহিকতায় উচ্চ মাধ্যমিকেও পাশের হার কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। চলতি বছর আটটি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা এবং কারিগরি-সব মিলয়ে ১০ শিক্ষাবোর্ডে পাশের হার হয়েছে ৬৮.৯১ শতাংশ। যা আগের বছর ছিল ৭৪.৭০ শতাংশ। এই হিসাবে এবার পাশের হার কমেছে প্রায় ৫.৭ শতাংশ।

খাতা দেখায় কড়াকড়ি ও মূল্যায়ন পদ্ধতি পাল্টানোয় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (২৩ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল তুলে দিয়ে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবছর ১০টি শিক্ষা বোর্ডে পাশের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। গতবছর এই হার ছিল ৮৮ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাশের হারও কমেছে ৭ দশমিক ৪৯ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.