Sylhet Today 24 PRINT

হলি আর্টিজান মামলার চার্জশিট শিগগিরই : মনিরুল ইসলাম

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৭

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, শিগগিরই হলি আর্টিজান মামলার চার্জশিট দাখিল করা হবে।

শনিবার (২৯ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মনিরুল জানান, নব্য জেএমবি’র সদস্য আসলাম হোসেন ওরফে রাশেদকে গ্রেপ্তারের পর গুলশান হলি আর্টিজানে হামলা মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে।

তিনি জানান, রাশেদ ছিল হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী। সে এ হামলার অন্যতম পরিকল্পনাকারী। গুলশান হামলায় সে অস্ত্র সরবরাহ করেছে ও হামলায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণও দিয়েছে। সে এই হামলার ঘটনাস্থল রেকি করা, হামলার জন্য বসুন্ধরা এলাকায় বাসা ভাড়া করায় সহযোগিতা করেছে। সে জঙ্গি আস্তানার সকল ফার্নিচার ক্রয় করে দেয়। অর্থাত্ হলি আর্টিজান হামলায় রাশেদ খুব ভালোভাবে সম্পৃক্ত ছিল।

তিনি জানান, গুলশানে হলি আর্টিজান বেকারীতে সন্ত্রাসী হামলার পরবর্তী সময়ে সে নব্য জেএমবির বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.