Sylhet Today 24 PRINT

কলকাতায় বর্ষসেরা বাঙালির পুরষ্কার পেলেন মাশরাফি ও জয়া

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুলাই, ২০১৭

 

তাঁকে নিয়ে বাংলাদেশে মাতামাতির শেষ নেই। জনপ্রিয়তায় তিনি যেন সবাইকে ছাড়িয়ে। এবার ওপার বাংলাতেও দেখা গেল মাশরাফির মোর্তজার জনপ্রিয়তা। ক্রীড়া ক্ষেত্রে এ বছর বর্ষসেরা বাঙালির পুরষ্কার পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। আর অভিনয়ে দুই বাংলাতেই বছর জুড়ে পর্দা মাত করা জয়া আহসানের হাতে উঠেছে সেরা বাঙালির পুরষ্কার।

 

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় কলকাতায় সেখানকার শীর্ষ গণমাধ্যম এবিপি আনন্দের আয়োজনে তাদের হাতে এই পুরষ্কার তুলে দেয়া হয়। পুরষ্কার নিতে সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইগার দলনেতা।

 

মাশরাফির লড়াই করে বারবার ফিরে আসা, অজেয় মানসিকতা আর জয়ার সাবলীল অভিনয় শৈলীর কথা তোলে ধরা হয় সম্মাননার প্রোমোতে।

 

এছাড়াও সংগীতে কৌশিকী চক্রবর্তী, শিল্পকলায় রামানন্দ বন্দোপাধ্যায়, নাট্যকলায় বিভাস চক্রবর্তী, বাণিজ্যে কেডি পাল,সাহিত্যে জয় গোস্বামী, বিনোদনে পিসি সরকার জুনিয়র পেয়েছেন সেরা বাঙালির পুরষ্কার। আজীবন সম্মাননা দেয়া হয়েছে অরূপ রাহাকে।

 

ক্রীড়া ক্ষেত্রে এর আগে এপিবি আনন্দের সেরা বাঙালির পুরষ্কার পেয়েছিলেন হাবিবুল বাশার সুমন ও সাকিব আল হাসান।

 

এবিপি আনন্দ প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের বাঙালি কীর্তিমানদের হাতে সেরার পুরষ্কার দিয়ে আসছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.