Sylhet Today 24 PRINT

মুক্তামনির অপারেশনে সিঙ্গাপুরের অপারগতা প্রকাশ, হবে বাংলাদেশে

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০১৭

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার কিশোরী মুক্তামনি। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুক্তামনিকে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হলেও। এখন তা আর সিঙ্গাপুরে না হয়ে হবে বাংলাদেশেই। অপারেশন হবে আগামী শনিবার (৫ আগস্ট)।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সংবাদ সম্মেলন করে এসব কথা জানান।

তিনি আরো জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার বি কে টাং এ অস্ত্রোপচারে অপারগতা প্রকাশ করেছেন।’

তিনি বলেন, এতে আমরা হতাশ হইনি। আগামী শনিবার ১৩ সদস্যের অভিজ্ঞ চিকিৎসকের একটি দল তার অপারেশন করবেন বলেও জানান তিনি।

এ সময় সামন্ত লাল মুক্তামনির জন্য দেশবাসীর কাছে দোয়া চান। বলেন, ‘মুক্তামনির অপারেশনে অনেক ঝুঁকি রয়েছে। যেকোনো কিছু হতে পারে। সব কিছু মাথায় রেখেই অপারেশন করা হচ্ছে। আপনারা দোয়া করবেন যেন, আমরা তাকে সুস্থ করে তুলতে পারি।’

সংবাদ সম্মেলনের সময় মুক্তামনির মা সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, অপারেশনের বিষয়ে তার পরিবারের সম্মতি নেওয়া হয়েছে। মুক্তামনি প্রায় এক মাস ধরে এই হাসপাতালে ভর্তি রয়েছেন।

সামন্ত লাল জানান, হাতটি রেখে দিয়ে অপারেশনের সব রকম চেষ্টা করা হবে। এটা কোনো ভাইরাল রোগ নয়, জন্মগত রক্তনালীর রোগ। শুরুতেই ভাল চিকিৎসা পেলে ভাল হওয়ার সম্ভাবনা ছিল।

সংবাদ সম্মেলনে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের পরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘মুক্তামনি হাত নড়াচড়া করতে পারে। ধারণা করা হচ্ছে, তার রোগটি ৬/৭ স্তরের মধ্যে সীমাবদ্ধ। এজন্য হাত কাটার প্রয়োজন নাও হতে পারে।’

তিনি আরো বলেন, ‘জীবন রক্ষার প্রয়োজনে হাত বাদ দেওয়ার প্রয়োজন পড়লে সেটি করা হবে। মুক্তামনির ৬/৭টি অপারেশন লাগতে পারে।’

সংবাদ সম্মেলনে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান মুক্তামনির জন্য সকলের সহযোগিতা ও দেশবাসীর দোয়া চান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.