Sylhet Today 24 PRINT

সালাহ উদ্দিন আহমেদের জামিন লাভ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০১৫

অবৈধ অনুপ্রবেশের মামলায় আগাম জামিন পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।  আজ শিলংয়ের চীফ জুডিশিয়াল আদালত থেকে আগাম জামিন নেন তিনি। সালাহউদ্দিনের আইনজীবি এসপি মোহন্ত জামিন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

এর আগে সালাহউদ্দিন আহমেদের জামিন ও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার অনুমতি প্রার্থনা করে ২২ মে শিলংয়ের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন স্ত্রী হাসিনা আহমেদ।

সালাহউদ্দিনের আইনজীবী আদালতকে অবগত করেন যে, সালাহউদ্দিন হার্ট, কিডনি, চর্ম ও মূত্রনালীর সমস্যায় ভুগছেন। এসব সমস্যায় ২০ বছর ধরে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। তাই মানবিক দিক বিবেচনা করে তাকে ওই হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ দিতে আদালতের অনুমতি চাওয়া হয়।

সালাহউদ্দিনের আইনজীবীর বক্তব্য শুনে আদালত পুলিশ রিপোর্ট চেয়ে আজ জামিনের শুনানির দিন ধার্য করেন। শুনানী শেষে তাকে জামিন প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.