Sylhet Today 24 PRINT

ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে জাবির শিক্ষক চাকরিচ্যুত

নিউজ ডেস্ক |  ২৯ মে, ২০১৫

ছাত্রীকে যৌন নিপীড়ন প্রমানিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকুরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। 

চাকরিচ্যুত শিক্ষকের নাম এ কে এম আনিসুজ্জামান (৩৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক ছিলেন।

প্রায় এক বছর ধরে তদন্তের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ডিকেটের সভায় তাকে অপসারণের সিদ্ধান্ত হয়।

সিন্ডিকেট সদস্য রাশেদা আক্তার জানান গণমাধ্যমকে জানান, “নিজ বিভাগের একাধিক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রভাষক আনিসুজ্জামানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।”

তিনি জানান, ২০১৪ সালের ২৩ অগাস্ট এক ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে বর্তমান উপাচার্য ফারজানা ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়। ওই সময়ই আনিসুজ্জামানকে বিভাগের সব দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়।

অভিযোগের তদন্ত করে সব প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান অধ্যাপক রাশেদা আক্তার।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, “আমরা সংশ্লিষ্ট বিভাগের ছাত্রীর সঙ্গে কথা বলেছি। অনেক ছাত্রীই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ওই শিক্ষকের নিপীড়নের শিকার হয়েছে বলে জানিয়েছে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.