Sylhet Today 24 PRINT

৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০১৭

৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।  

পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd) ক্লিক করে ফল জানা যাবে।

এছাড়া টেলিটকের মাধ্যমে PSC36 Registration Number Send to 16222 নম্বরে এসএমএস পাঠালে ফল পাওয়া যাবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ মে প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

২০১৬ সালের ৮ জানুয়ারি এর প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২ লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নিয়ে উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন।

এরপর একই  বছরের সেপ্টেম্বরে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ হাজার ৪৬৮ জন অংশ নিয়ে ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হন।

১২ মার্চ থেকে চাকরিপ্রার্থীরা মৌখিক পরীক্ষা দেয়া শুরু করেন, তা শেষ হয় ৭ জুন। এরপর সবকিছু চূড়ান্ত করে আজ ফল প্রকাশিত হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.