Sylhet Today 24 PRINT

এমসিকিউ পদ্ধতি বন্ধ হবে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক |  ৩০ মে, ২০১৫

 আগামীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় এমসিকিউ (নৈর্ব্যক্তিক) অংশ বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এমসিকিউ পদ্ধতিতে ৪০ নম্বর অসৎ উপায় অবলম্বন করে পাওয়া সহজ। এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে চিন্তা করছি। এমসিকিউ স্বাভাবিক পরীক্ষা পদ্ধতিকে নষ্ট করছে।

এর আগে মন্ত্রী বলেন, কিছু শিক্ষক পরীক্ষার আগেই নৈর্ব্যক্তিক প্রশ্ন ফাঁস করেছেন। যে কারণে নম্বর পাওয়া সহজ হয়ে গেছে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর গড় পাসের হার ৮৭.০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১হাজার ৯০১জন পরীক্ষার্থী।
 
আজ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর মাদ্রাসা বোর্ডে পাস করেছে ৯০.০২ শতাংশ পরীক্ষার্থী। এছাড়া কুমিল্লা বোর্ডে ৮৪.২২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।  চট্টগ্রামে ৮২.৭৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১১৬ জন। কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৩.০১ শতাংশ।  রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.৯৭ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছে ১৫ হাজার ৮৭৩ জন পরীক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.