Sylhet Today 24 PRINT

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মে, ২০১৫

আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। ১৯৮৮ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে তামাকের ব্যবহার কমানোকে উৎসাহিত করার জন্য তামাকমুক্ত দিবস পালন করে আসছে। তামাকমুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘তামাকজাত দ্রব্যের অবৈধ ব্যবসা বন্ধ কর’।

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

দেশের সব জেলায় এবার সরকারি উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হচ্ছে। বেসরকারি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও এনজিও দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.