Sylhet Today 24 PRINT

এবার মানব পাচারকারীদের সম্পদের তথ্য অনুসন্ধান করবে 'দুদক'

নিউজ ডেস্ক |  ৩১ মে, ২০১৫

বাংলাদেশের সন্দেহভাজন মানব পাচারকারীদের সম্পদের তথ্য অনুসন্ধান করে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

রোববার ঢাকায় দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষনা দেন সংস্থাটির মহাপরিচালক শামসুল আরেফিন। তিনি জানান, মানবপাচারে অভিযুক্তদের বিষয়ে অনুসন্ধান এবং আইনি পদক্ষেপ নিতে দুদক প্রস্তুতি নিয়েছে।

মানব পাচারকারীরা বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত কিনা, সেটিও তদন্ত করবে দুদক

থাইল্যান্ডের জঙ্গলে ভাগ্যান্বেষণে আসা অভিবাসীদের গণকবর সনাক্ত হওয়ার পর থেকেই সারা বিশ্বেই এই অঞ্চলের মানব পাচারের বিষয়টি আলোচনায় উঠে আসে।

সেখানে রোহিঙ্গারা ছাড়াও অনেক বাংলাদেশীর মৃতদেহ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, মিয়ানমারের একটি চক্রের সঙ্গে বাংলাদেশের একটি চক্র এই মানব পাচারের সাথে জড়িত রয়েছে।

মানব পাচারের মতো অপরাধ দুদকের এখতিয়ারের মধ্যে না পড়লেও, অবৈধ সম্পদ অর্জন আর অর্থপাচার দুদকের তফসিলভুক্ত।

মানব পাচারকারীদের বিরুদ্ধে এই দুই ধরণের অভিযোগই রয়েছে বলে দুদক তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.