Sylhet Today 24 PRINT

নকলে সহায়তার দায়ে কসবায় মাদ্রাসা শিক্ষকের ৭ দিনের কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০১৭

পরীক্ষার হলে নকলে সহায়তা করার অপরাধে এক মাদ্রাসা শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম মো. বেলাল হোসেন। তিনি উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল আজগর আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

জানা গেছে, সোমবার উপজেলার কসবা কেন্দ্র-১ আড়াইবাড়ী কামিল মাদ্রাসায় ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম। তিনি একটি কক্ষে কয়েক পরীক্ষার্থীর প্রশ্নের পেছনে লেখা দেখতে পান। তিনি জানতে চাইলে পরীক্ষার্থীরা সহকারী শিক্ষক মো. বেলাল হোসেনের নাম বলেন। পরে পরীক্ষার্থীদের নকলে সাহায্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই শিক্ষককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মাদ্রাসা শিক্ষককে পরীক্ষার্থীদের নকলে সাহায্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.