Sylhet Today 24 PRINT

রংপুরে তাণ্ডবঃ দুই ইউপি সদস্য আটক

নিউজ ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০১৭

ধর্ম অবমাননার অভিযোগ এনে রংপুরে ধর্মীয় সংখ্যালঘু এলাকায় অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় দুই জনপ্রতিনিধিকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলেন, স্থানীয় মমিনপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুল হক ও জয়নুল আবেদিন।

রংপুর মহানগর ডিবি পুলিশের উত্তর শাখার ওসি শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটক দুই ইউপি সদসস্যকে ডিবি পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, টিটু রায় নামে এক ব্যক্তি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ধর্মীয় অবমাননার ছবি ও বক্তব্য প্রচার করেছেন এমন অভিযোগ তুলে গত ১০ নভেম্বর রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দুদের বাড়িতে হামলা চালানো হয়। সেখানে ১৫টি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটও করা হয়।

ফেসবুক পোস্টের অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার ভোরে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রাম থেকে পুলিশ টিটু রায়কে গ্রেফতার করেছে।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার রংপুরের গঙ্গাচড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিবাংশু কুমার সরকার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.