Sylhet Today 24 PRINT

ঢাকা-সিলেট রুটে বিমানভাড়া মাত্র ১৫০০ টাকা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৭

বিমান বাংলাদেশ এয়ারলাইনস পর্যটন মৌসুমে আরও সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করেছে। সুপরিসর বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৩৭ উড়োজাহাজে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ওয়ানওয়ে মাত্র ১৫০০ টাকায় (সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ) ভাড়া ঘোষণা করেছে বাংলাদেশ বিমান। রিটার্ন টিকিটের ক্ষেত্রে ভাড়া দ্বিগুণ হবে।

অফারটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। আর এ ভাড়ার ওপর ২ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ৯০ শতাংশ এবং ২ থেকে ১২ বছর পর্যন্ত বয়সীদের জন্য ২৫ শতাংশ ডিসকাউন্ট সুবিধা আছে।

এই অফার বিষয়ে বিস্তারিত জানতে বিমান ওয়েবসাইট www.biman-airlines.com-এ ভিজিট অথবা ফোন নম্বর ০২-৮৯০১৬০০ #২৭১০ ও ০২-৯৫৬০১৫১-৫৯ #১৬১ তে যোগাযোগ করা যেতে পারে।

প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বর্তমানে প্রতিসপ্তাহে ঢাকা-চট্টগ্রাম রুটে ২৮টি এবং ঢাকা-সিলেট রুটে ৩৫টি ফ্লাইট বোয়িং উড়োজাহাজ পরিচালনা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.