Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাদের দেশে ফেরাতে বাংলাদেশ-মিয়ানমার সমঝোতা স্মারক সই

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৭

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে একটি চুক্তিতে উপনীত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সাং সু চি’র মধ্যে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বৈঠকের পর দুপুরে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বার্তা সংস্থা ইউএনবির খবরে জানানো হয়, মিয়ানমারের রাজধানী নেপিডোতে স্টেট কাউন্সেলরের দপ্তরে সু চি’র সাথে বৈঠকে বসেন মাহমুদ আলী।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর)  সকাল ১০টায় শুরু হওয়া এই বৈঠক চলে ৪৫ মিনিট। মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দপ্তরের মন্ত্রী চ টিন্ট সোয়ে ও বাংলাদেশের সফররত পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। তবে চুক্তির শিরোনামে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করা হয়নি।

দু' দেশের মধ্যে ১৯৯৮ সালের সীমানা নির্ধারণ চুক্তিতেও তারা অনুসমর্থন দেন।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর ৩০টি চৌকিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী নির্বিচারে রোহিঙ্গা নিধন শুরু করে। নির্যাতনের হাত থেকে বাঁচতে গত তিন মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। মানবাধিকার সংগঠনগুলোর বলছে, রোহিঙ্গাদের শত শত গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলেও তারা জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.