Sylhet Today 24 PRINT

বিদ্যুতের মূলবৃদ্ধির প্রতিবাদে আজ অর্ধদিবস হরতাল

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৭

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা।  সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করবেন এই বাম জোটটি। এই হরতালের প্রতি সমর্থন জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

এদিকে, হরতালের সমর্থনে বুধবার সন্ধ্যায় সিলেট নগরীতে মশাল মিছিল করে বাম দলগুলো। আজ বৃহস্পতিবার সকাল থেকে তারা নগরীর রাজপথে অবস্থান নেবেবন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার আধাবেলা হরতালের সমর্থনে ইতোমধ্যে সমর্থন জানিয়ে বিবৃতিতে দিয়েছে সিপিবি-বাসদ, গণসংহতি আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন।

এর আগে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বৃহস্পতিবারের হরতাল পালনের আহ্বান জানাচ্ছি। দেশবাসীকে জানাতে চাই, যে বিদ্যুতের মূল্যবৃদ্ধিও যে গণবিরোধী সিদ্ধান্ত, এর থেকে সরকারকে পিছে আসতে হবে।

হরতালে যেকোনও ধরনের উসকানি এড়ানোর জন্য নাগরিকদের আহ্বান জানান সিপিবি সাধারণ সম্পাদক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.