Sylhet Today 24 PRINT

মোদি আসার আগেই হঠাৎ বাড়ল তিস্তার পানি

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুন, ২০১৫

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা আসছেন ৭ জুন। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঢাকা সফরের সময়ও কদিন বেড়েছিল পানি প্রবাহ। মোদির সফরের আগে আগেও একইভাবে বাড়ছে পানি।এবার গ্রীষ্মে তিস্তায় পানি এসেছে ইতিহাসের সবচেয়ে কম।

তব পানি এতটাই বেড়েছে যে বিপৎসীমা ছুই ছুই করছে তা। খুলে দেয়া হয়েছে ব্যারাজের ৪৪টি গেট। নদীর বুকে পানি না থাকায় চরে ফসল ভেসে যাওয়ায় বিপাকে পড়েছেন কয়েকজন কৃষক।

তিস্তার প্রবল স্রোত ভাসিয়ে নিচ্ছে নদী তীরবর্তী নীচু এলাকা। চরাঞ্চলের গ্রামগুলোও তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হঠাৎ তিস্তায় পানি বাড়ার কারণ কী, সে বিষয়ে ভারতীয় কর্মকর্তারা ব্যারাজ কর্তৃপক্ষকে কিছু জানায়নি।

সারা বছর পানিশূন্যতার পরে ভিআইপিদের সফর উপলক্ষে অতিরিক্ত পানি এমন তীব বৈপরিত্যের ঝামেলায় থাকতে চাননা তিস্তা পারের মানুষ। তাদের সবার দাবি পানির নায্য হিস্যা বুঝিয়ে দেয়া হোক বাংলাদেশকে।

মমতা বন্দোপাধ্যায় রাজী না হওয়ায় মোদির এবারের সফরেও তিস্তা চুক্তি হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে ভারত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.