Sylhet Today 24 PRINT

দাম বাড়ছে যেসব পণ্যের

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৫

২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৮৩টি পণ্যের উপর সম্পূরক শুল্ক হার বাড়ানোর সুপারিশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রীর এ সুপারিশ বাস্তবায়ন হলে আগামী জুলাই মাস থেকেই এসব পণ্যের দামও বেড়ে যাবে।
 
প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে: রিভলবার ও পিস্তল, উচ্চ ও নিম্নমানের সিগারেট, হিমায়িত খাদ্য, লবণের দ্রবণে সংরক্ষিত দ্রব্য, মোড়ক বা প্যাকেটজাত টুকরো মাছ বা মাছের গুঁড়া, হিমায়িত চিংড়ি, শুকনো মাছ, মাখন ও অন্যান্য দুগ্ধজাত দ্রব্য, তাজা বা ঠাণ্ডা টমেটো, শাক-সবজি, তাজা ও শুকনো সুপারি, কালো চা, সোডিয়াম সল্ট, ডাইঅক্টোইল অর্থোথেলেট, সালফিউরিক অ্যাসিড, পলিয়েটার বেইজড পেইন্টস ও ভার্নিশ, চামড়া ও চামড়াজাত দ্রব্য, মোটরগাড়ির টায়ার, লেমিনেটেড সেফটি গ্লাস, ফ্রেমবিহীন কাচের আয়না, ফ্রেমযুক্ত কাচের আয়না, অমসৃণ হীরা, ইমিটেশন জুয়েলারি, কাস্ট আয়রনের তৈরি টিউব, পাইপস ও ফাঁপা প্রোফাইল, অনধিক ৮ ইঞ্চি ব্যাসের অয়েল অথবা গ্যাস পাইপ, আয়রন অথবা স্টিলের তৈরি টিউব, গ্যাস জ্বালানির উপযোগী রান্নার তৈজসপত্র,  টেবিল, স্টেইনলেস স্টিল ও কিচেনওয়ার, ওয়াটার ট্যাপ ও বাথরুমের অন্যান্য ফিটিংস ও ফিক্সার্স, কপারের তৈরি স্যানিটারি ওয়ার ও যন্ত্রাংশ, প্যাডলকস ও লক, অ্যালুমিনিয়াম স্যানিটারি ওয়ার ও যন্ত্রাংশ, দুই ও চার স্ট্রোকবিশিষ্ট অটোরিকশা ও থ্রি হুইলারের ইঞ্জিন, ফিল্টার, ম্যাঙ্গানিজডাই অক্সাইড ও অন্যান্য ব্যাটারি, কয়েন, ব্যাংকনোট, ব্যাংক কার্ড, টোকেন প্রভৃতি চালিত সাউন্ড রেকর্ডিং বা রিপ্রোডিউসিং অ্যাপারেটাস, টার্ন টেবলস, ভিডিও রেকর্ডিং বা রিপ্রোডিউসিংয়ের যন্ত্রপাতি, লোডেড প্রিন্টেড সার্কিট বোর্ড, প্যাকেট সাইজ রেডিও ক্যাসেট প্লেয়ার, সিম কার্ড, উইন্ডিং ওয়্যার, দ্বি-অক্ষ বিশিষ্ট তার এবং বৈদ্যুতিক পরিবাহী, ল্যাম্ব কার্বন, ব্যাটারি কার্বন ও ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত পণ্য, ইলেকট্রিক ব্যাটারিচালিত মোটরগাড়ি ও চার স্ট্রোকবিশিষ্ট মোটরসাইকেল।
 
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ২ লাখ ৯৫ হাজার ১শ’ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.