Sylhet Today 24 PRINT

বরফ গললো অবশেষে, মোদি-খালেদা বৈঠক হচ্ছে

নিউজ ডেস্ক |  ০৫ জুন, ২০১৫

অবশেষে বরফ গললো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন।

শুক্রবার (৫ জুন ) দিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর এ তথ্য জানান।

সুব্রামানিয়াম জয়শঙ্কর সংবাদ সম্মেলনে জানান, আগামী ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে সেদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন।

এদিকে খালেদা জিয়াকে সাক্ষাৎ দিচ্ছেন না নরেন্দ্র মোদি এমন তথ্য আগে জানিয়েছিল দিল্লি। কিন্তু বিএনপির পক্ষ থেকে সাউথ ব্লকে অনেক দেনদরবারের পর ভারতীয় কর্তৃপক্ষ রাজি হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ মার্চ ঢাকা সফরের সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সোনারগাঁও হোটেলে গিয়ে সাক্ষাৎ করার নির্ধারিত কর্মসূচি ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। সেদিন ছিল ২০ দলীয় জোটে বিএনপির শরিক দল জামায়াতের হরতাল। এই হরতালে নিরাপত্তার কারণ দেখিয়ে সেদিন খালেদা জিয়া প্রণবের সঙ্গে সাক্ষাৎ করতে যাননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.