Sylhet Today 24 PRINT

ব্লগার হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে : আইনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০১৫

ব্লগিংয়ের মাধ্যমে সৃষ্ট অপরাধ ঠেকাতে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। পাশাপাশি ২০০৬ সালের তথ্য প্রযুক্তি আইন সংশোধন করে যুগোপযোগী করা হবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে তথ্য প্রযুক্তি আইন-২০০৬ নিয়ে আলোচনাকালে এ তথ্য দেন আইনমন্ত্রী। লন্ডনভিত্তিক সংস্থা আরিটকেল নাইনটিন এ আলোচনা সভার আয়োজন করে।

আনিসুল হক বলেন, ব্লগিংয়ের মাধ্যমে বর্তমানে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে নতুন আইন করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ব্লগার হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

উল্লেখ্য, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগোযোগ মাধ্যমে হুমকির পর অভিজিৎসহ চারজন ব্লগার ও লেখককে হত্যা করে দুর্বৃত্তরা। তথ্য প্রযুক্তি আইন-২০০৬ সংশোধন বিষয়ে আইনমন্ত্রী বলেন, তথ্য-প্রযুক্তি আইন-২০০৬ এর ৪৬ ধারা এবং ৫৭ ধারা সংশোধন করে আইনটি যুগোপযোগী করা হবে। আইনের ৪৬ ধারায় কম্পিউটার রিসোর্স ব্যবহার করে বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করার অপপ্রয়াস ঠেকানোর কথা বলা হয়েছে।    

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.