Sylhet Today 24 PRINT

২০ জেলায় নতুন ডিসি

নিউজ ডেস্ক |  ১১ জুন, ২০১৫

চার ভারপ্রাপ্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া ২০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়।

আদেশ অনুয়ায়ী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. সোহরাব হোসাইন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী সচিব পদে পদোন্নাতি পেয়েছেন।

এদিকে আলাদা প্রজ্ঞাপনে যে ২০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়েছে তারা হলেন, যুগ্ম সচিব মো. নূরুল ইসলামকে গাজীপুরে, যুগ্ম সচিব মোহাম্মদ জাকির হোসেনকে শেরপুরে, মো. শাখাওয়াত হোসেনকে ঝালকাঠি, মো. ইহসান-ই-এলাহীকে গাইবান্ধা, এ বি এম আজাদকে কুড়িগ্রাম, এ গফফার খানকে নড়াইল, মো. শহিদুল ইসলামকে সিলেটে, মো. মাহমুদ হোসেনকে মেহেরপুর এবং মো. দেলোয়ার হোসেনকে চুয়াডাঙ্গার ডিসি হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া উপসচিব মো. শহিদুল আলমকে বরিশাল, ফরিদ আহমেদকে রংপুর, এনামুল হককে নওগাঁ, এ কে এম টিপু সুলতানকে লক্ষ্মীপুর, মো. শফিকুল ইসলামকে ঝিনাইদহ, শফিকুর রেজা বিশ্বাসকে বগুড়া, আহমেদ শামীম আল রাজীকে দিনাজপুর এবং মো. ইসমাইল হোসেনকে চাঁদপুর জেলার ডিসি হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.