Sylhet Today 24 PRINT

সংসদে বিধি মানার নজির গড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক |  ১২ জুন, ২০১৫

বৃহস্পতিবার বিকেল ৫টা ৫২ মিনিট চলছিলো দশম জাতীয় সংসদে দ্বিতীয় বাজেট অধিবেশন। অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াকে পয়েন্ট অব অর্ডারের দৃষ্টি আকর্ষণ করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন দীপু মনি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনের সারিতে নিজের আসনে দাঁড়িয়ে বক্তৃতা করেন। বক্তৃতা চলার কিছুক্ষণ পরেই অধিবেশন কক্ষে ঢোকেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অধিবেশন কক্ষে পালনীয় আচারণ বিধির ২৮ নম্বর অধ্যায়ের (২৬৭) ধারার (৪) উপধারায় বলা আছে- কোনো সদস্যের বক্তৃতা চলাকালে ওই সদস্য ও সভাপতি (স্পিকার) মধ্যবর্তী স্থান দিয়ে চলাচল করা যাবে না।

সংসদের কার্যপ্রণালীবিধি অনুযায়ী, কারও বক্তব্য চলাকালীন সময় সামনে দিয়ে যাওয়া বিধিসম্মত নয়। কথাটি মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিধির প্রতি সম্মান দেখিয়ে বসে পড়েন দীপু মনির পাশে হুইপ শহিদুজ্জামান সরকারের চেয়ারে। সেখানে বসেই শোনেন বক্তৃতা। 

সংসদে সাধারণত এরকম নজির খুবই কম লক্ষ্য করা যায়। বিধি মানার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এটিও একটি অনন্য নজির।

দীপু মনি তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই গণতন্ত্র মুক্তি পেয়েছিলো। আজ তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যারা দেশকে আবারো পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো, তাদের মোকাবিলা করে দেশ এগিয়ে চলছে। বর্তমানে এই নেতৃত্বের কোনো বিকল্প নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.