Sylhet Today 24 PRINT

২৪ ঘন্টা থেকে কমে ১২ ঘন্টার হরতাল

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল কমিয়ে ১২ ঘণ্টা করা হয়েছে।

নিউজ ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল কমিয়ে ১২ ঘণ্টা করা হয়েছে। একই সঙ্গে অবরোধ কর্মসূচি অব্যহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে বুধবার দুপুরে রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, গতরাতে (মঙ্গলবার) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমানের ওপর হামলা ও তাকে গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী ১২ ঘণ্টার সর্বাত্মক হরতাল আহ্বান করা হয়েছে।

বিবৃতিতে দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য ২০ দলীয় জোটের ডাকা আগামীকালের (বৃহস্পতিবার) হরতাল এবং চলমান অবরোধ কর্মসূচি পালনের জন্য দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন রুহুল কবির রিজভী। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.