Sylhet Today 24 PRINT

নেপাল চাইলেই কাঠমান্ডু যাবে বাংলাদেশি চিকিৎসক দল

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০১৮

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বাংলাদেশের বার্ন ইউনিটের একটি চিকিৎসক দলকে প্রস্তুত করে রাখা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অফিসার পরীক্ষিৎ চৌধুরী জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসকদের একটি তালিকা প্রস্তুত করেছে।

তিনি জানান, নেপাল থেকে সাহায্য চাওয়া মাত্র এই চিকিৎসক দল কাঠমান্ডুর উদ্দেশে রওয়ানা দিবে। সিলেটের রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজের নেপালের কয়েকজন শিক্ষার্থীসহ ৬৭ জন যাত্রী বহনকারী এই বিমান দুর্ঘটনায় মন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান সৃষ্টিকর্তার উদ্দেশে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, ‘আহতদের চিকিৎসার জন্যে প্রয়োজনে বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নেপালে প্রেরণ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.