Sylhet Today 24 PRINT

নেপাল গেলেন পিয়াস ও বিলকিসের স্বজনরা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মার্চ, ২০১৮

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তে নিহত বাংলাদেশি বিলকিস আরা বানু ও পিয়াস রায়ের স্বজনরা দেশটিতে রওনা হয়েছেন।

নিহত এই দুই বাংলাদেশির স্বজনদের খোঁজা হচ্ছে বলে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হলে দুর্ঘটনার পাঁচ দিন পর শুক্রবার সেখানে গেলেন তারা।

নিহতদের মধ্যে বিলকিস আরা বানু ও পিয়াস রায়ের স্বজনেরা শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নেপালের উদ্দেশে রওনা দেন জানান ইউএস- বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।

স্বজনদের মধ্যে রয়েছেন- নিহত পিয়াস রায়ের বাবা সুখেন্দু বিকাশ রায়। আর বিলকিস আরা বানুর ভাই মাসুদ রহমান ও স্বামী।

নিহত বিলকিস আরার ভাই মাসুদ বলেন, ‘বোনের লাশ সনাক্তের জন্য সেখানে যাচ্ছি। সনাক্ত হলে সেখান থেকে কিভাবে দ্রুত আনা যায় তার ব্যবস্থা করে চলে আসব।’

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক ( জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ‘বিলকিস ও পিয়াসের আত্মীয় নেপাল বিমানবন্দরে পৌঁছানোর পরে আমাদের লোক তাদের রিসিভ করবেন। স্বজনদের লাশ সনাক্ত করে দেশে আনার জন্য যতদিন লাগে, তারা সেখানে আমাদের তত্ত্বাবধানে থাকবেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.