Sylhet Today 24 PRINT

১৬৪ যাত্রী নিয়ে ইউএস-বাংলার ফ্লাইটের জরুরি অবতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মার্চ, ২০১৮

কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্তের ১২ দিন পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

তবে উড্ডয়নের প্রায় ২৫ মিনিট পর জ্বালানির ফিল্টারে সমস্যার কারণে বোয়িং ৭৩৭ বিমানটি ফিরে আসে।

শনিবার (২৪ মার্চ) সকালের দিকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে বিএস ৩১৫ ফ্লাইটটি। এতে ১৬৪ জন যাত্রী আরোহী ছিল।

এ ব্যাপারে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটি ফিরে আসার পর পুনরায় চেক করা হয়। তবে কোনও ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষা করে কোনও ত্রুটি না পাওয়ায় মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছে ইউএস বাংলার ফ্লাইটটি।’

যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করেই পাইলট ফিরে এসেছেন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.