Sylhet Today 24 PRINT

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে চারটি ও শনিবার একটি লাশ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

দক্ষিণ রূপসীসহ আশপাশের এলাকায় লাশ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেগুলো উদ্ধার করে তীরে নিয়ে আসে।

এই পাঁচজন হলেন- ঢাকার ধোলাইপাড় এলাকায় নাসিরউদ্দিনের ছেলে জুতা ব্যবসায়ী তুষার আহমেদ, একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে হার্ডওয়্যার ব্যবসায়ী সাইফুল ইসলাম রিপন বাবু, কদমতলী থানার দক্ষিণ দনিয়া এলাকার আজিজুল খানের ছেলে ব্যবসায়ী লতিফ খান, রূপগঞ্জ থানার তারাব পৌরসভার মাসাবো এলাকার সিরাজুল ইসলামের ছেলে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাস্টমস্ কর্মকর্তা জাসিম খান এবং পূর্ব ধোলাইপাড় বাজার এলাকার রবিউল মিয়ার ছেলে টেইলার্স ব্যবসায়ী শরীফ।

এঘটনায় আর কেউ নিখোঁজ না থাকায় ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌ-বাহিনীর সমন্বিত এই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাত ১১টায় শীতলক্ষ্যা নদীর ডেমরাঘাট থেকে একটি নৌকায় করে ১৪ যাত্রী রূপগঞ্জের দক্ষিণ রূপসী ঘাটের উদ্দেশে রওনা হন। মাঝ নদীতে পৌঁছার পর একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায়  নৌকাটি ভেঙে তলিয়ে যায়।

এ সময় সাঁতার কেটে নয় যাত্রী পারে উঠতে পারলেও পাঁচজন নিখোঁজ ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.