Sylhet Today 24 PRINT

কুমিল্লায় গর্ভের শিশু দ্বিখণ্ডিতের ঘটনা তদন্তে কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৮

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের সময় এক প্রসূতির গর্ভের সন্তানকে দ্বি-খণ্ডিত করার ঘটনায় তদন্তে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি তদন্ত কমটি গঠন করে দিয়েছেন হাই কোর্ট। বুধবার (৪ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনী বিভাগের প্রধান এবং জাতীয় অধ্যাপক শায়লা খাতুনকে নিয়ে এ কমিটি গঠন করা হয়।

এই কমিটিকে ঘটনা তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

সেই সাথে কুমিল্লার সিভিল সার্জন এবং মেডিকেল কলেজের পরিচালককে হাইকোর্টে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে অপারেশনে সম্পৃক্ত ৫ ডাক্তারকে আবার ১১ এপ্রিল হাইকোর্টে হাজির হতে বলে ওই দিন এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদালতে বিবাদীদের পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু ওই ঘটনায় কুমিল্লা মেডিকেল কলেজের করা প্রতিবেদন আদালতে তুলে ধরেন।

এরপর আদালত বলেন, যেহেতু এ প্রতিবেদনটি তিনজনের করা। সেহেতু আমরা চাচ্ছি, বাইরে কাউকে দিয়ে করা একটি তদন্ত প্রতিবেদন আসুক।

এর আগে আদালতের তলবে হাজির হন কুমিল্লার সিভিল সার্জন, কুমিল্লা মেডিকেলের পরিচালকও অপারেশনের সঙ্গে সংশ্লিষ্ট ৫ চিকিৎসক।

গত ২৫ মার্চ সিজার করার সময় এক নারীর জরায়ুসহ নবজাতকের মাথা বিচ্ছিন্ন করার ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.