Sylhet Today 24 PRINT

১৫ এপ্রিল দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন রাষ্ট্রপতি হামিদ

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০১৮

আগামী ১৫ এপ্রিল দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দেশের একবিংশতম রাষ্ট্রপ্রধান হিসেবে মো. আবদুল হামিদ ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথ পড়াবেন। বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানান।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। সেই হিসাবে মো. আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি। তবে টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কেবল আবদুল হামিদই। সংবিধানে সর্বোচ্চ দুবার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে তার শেষ মেয়াদ।

গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের একবিংশতম রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র বাছাইয়ের আনুষ্ঠানিকতা শেষ করে মো. আবদুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন এ নির্বাচনের নির্বাচনী কর্তার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.